
ছবি: সংগৃহীত
নারী বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। টানা তিন হারের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে মাঠে নেমে ব্যাট হাতে লড়াকু পুঁজি গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান তোলে বাংলাদেশ। ইনিংসের মূল ভরসা হয়ে খেলেছেন সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৬৬ রানের দারুণ ইনিংসেই সম্মানজনক সংগ্রহ গড়ে বাঘিনীরা।
ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। ফারজানা হক পিংকিকে (৮) নিয়ে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন তিনি। পরে শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৪১ রানের জুটি। ৮টি চারে ৪৪ রান করে ফিফটির দ্বারপ্রান্তে এসে আউট হন ঝিলিক।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩১ রানে ৬ উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে রাখেন সোবহানা। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে ধীরে ধীরে দলকে টেনে তোলেন তিনি। শেষদিকে ফারিয়া তৃষ্ণাকে (১*) সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে ইনিংস শেষ করেন।
বিশ্বকাপে এটি সোবহানার দ্বিতীয় ফিফটি। ৯টি চার মেরে তিনি ৬৬ রানে অপরাজিত থাকেন। তার এই বীরোচিত ইনিংসের সৌজন্যেই অলআউট না হয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলেই গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালেনা কিং ও জর্জিয়া ওয়ারেহাম দুইটি করে উইকেট নেন।