
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন টানা ১৭ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত একটি আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে দুটি প্রতিষ্ঠান—অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি—কার্যক্রম চালায়। জানা গেছে, সপ্তম তলায় তাদের গুদাম ছিল, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
দাউ দাউ করে জ্বলা আগুন অল্প সময়েই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তীব্র তাপে কয়েকশো মিটার দূর থেকেও আগুনের উত্তাপ টের পাওয়া যাচ্ছিল। কারখানার ভেতরে মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল, যার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। তারা দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকেন। পরে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরাও অভিযানে অংশ নেন। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল মূলত টাওয়েল ও ক্যাপ তৈরি করে, আর জিহং মেডিকেল কোম্পানি সার্জিকেল গাউনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নির্বাপণ ও ঠাণ্ডা করতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করা হবে আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর।