
৩৫ রানে ৬ উইকেট নিয়ে রিশাদ হন ম্যাচের সেরা খেলোয়াড়
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঘূর্ণি জাদুতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ২০৭ রানের পুঁজি নিয়েও রিশাদ হোসেনের অসাধারণ বোলিংয়ে ৭৪ রানে জিতেছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ২০৮ রান। তবে রিশাদের ঘূর্ণি আর মিরপুরের ধীর পিচে একসময় ১ উইকেটে ৭৯ রানে থাকা দলটি ১৩৩ রানে গুটিয়ে যায় ৩৯তম ওভারে। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে রিশাদ হন ম্যাচের সেরা খেলোয়াড়। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার। সহায়তা করেন মোস্তাফিজুর রহমান (২ উইকেট), মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম (১টি করে)।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্রেন্ডন কিং ৪৪ রান করলেও বাকিদের কেউই দাঁড়াতে পারেননি। রিশাদের একের পর এক আঘাতে ক্যারিবীয় ব্যাটিং লাইন ধসে পড়ে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুতে বিপর্যয়ে পড়ে। ৮ রানে ২ ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) সাজঘরে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্ত (৩২) ও তাওহিদ হৃদয় (৫১) দলের হাল ধরেন। শান্ত ধীর ইনিংস খেললেও হৃদয় লড়াই চালিয়ে যান ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে।
অভিষিক্ত অঙ্কন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে রিশাদ হোসেনের ১২ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস ও তানভীর ইসলামের ছোট কিন্তু কার্যকর ৯ রানে দুইশ পার হয় বাংলাদেশ। দলটি ৪৯.৪ ওভারে অলআউট হয় ২০৭ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সিলস নেন ৩ উইকেট, রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নেন ২টি করে।
রিশাদের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজে এখন ১-০ তে এগিয়ে টাইগাররা।