
শনিবার রাত ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে একের পর এক দোকান জ্বলে ওঠায় মুহূর্তেই গোটা বাজারজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে মুদি, ঔষধ, কাপড়, চা, বীজ ও জুতার দোকানসহ অন্তত ২০টি দোকান ভস্মীভূত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার দাবি, এ ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা নিশ্চিত নয়। তবে ২০-২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশ শেখর বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ২০টির মতো দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষয়ক্ষতির হিসাব পরে জানানো হবে।
হঠাৎ আগুনে জীবনের পুঁজি হারিয়ে এখন দিশেহারা কাদিরদি বাজারের ব্যবসায়ীরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, কেউবা ছাই হয়ে যাওয়া দোকানের সামনে বসে হতবাক হয়ে তাকিয়ে আছেন তাদের স্বপ্নভাঙা জীবিকার দিকে।



























