
ফাইল ছবি
দীর্ঘ আন্দোলন ও অনশন চলার মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন এই ভাতা নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়িভাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেলের সঙ্গে ভবিষ্যতে সমন্বয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বাড়িভাড়া প্রদানে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে— যার মধ্যে আছে নিয়োগ নীতিমালা অনুসরণ, বকেয়া প্রাপ্য না থাকা এবং আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলা।
উল্লেখ্য, বাড়িভাড়া ২০ শতাংশ, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়াসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
গত ১২ অক্টোবর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। সারাদেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলায় ক্লাস-পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।