
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রশিদা দাতি জানিয়েছেন, ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ব্যতিক্রমী পরিস্থিতির কারণে আজকের দিনের জন্য লুভর বন্ধ থাকবে।’ তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন, পুলিশ বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করছে।
তবে ডাকাতরা কী নিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়। ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, জাদুঘর থেকে কিছু মূল্যবান গয়না চুরি হয়েছে।
উল্লেখ্য, লুভর জাদুঘর বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘর, যেখানে মোনা লিসাসহ অসংখ্য ঐতিহাসিক ও অমূল্য শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে।




























