
রাজধানীর হাইকোর্ট মাজার রোড এলাকায় আটকে দেওয়া হয় মিছিল
সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি রাজধানীর হাইকোর্ট মাজার রোড এলাকায় আটকে দিয়েছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষকদের মিছিলটি থামিয়ে দেওয়া হয়। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা খালি থালা হাতে মিছিলটি শুরু করেন।
এ কর্মসূচি ঘোষণা করা হয় শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে। সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেও শিক্ষকরা বাস্তব কোনো পরিবর্তন দেখেননি।
তার ভাষায়, ‘আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নেই। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এটি শুধু প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের দীর্ঘদিনের বঞ্চনার আর্তনাদ।’
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে মিছিলটি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।