
সিরিজ জয়ের আশা নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের হারিয়ে লিড নিয়েছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল-সবুজের দলের অধিনায়ক মেহেদী মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এ সিরিজের শুরু থেকেই আলোচনায় পিচ। মিরপুরের পিচ কেমন হবে তা নিয়ে জল্পনা-কল্পনার কমটি ছিল না। সবাইকে অবাক করে দিয়ে শেরে বাংলার উইকেট প্রথম ম্যাচে ছিল আগের চেয়েও বেশি কালো। আর তাতে অনিশ্চয়তাও ছিল বেশি। তবে দিনশেষে স্পিনাররাই দাপট দেখিয়েছে।
আজকের ম্যাচেই স্পিনাররাই বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। তাই তো দলে বাংলাদেশের একাদশে তাসকিন আহমেদের বদলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। এছাড়া দলে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ।
এদিকে স্পিনে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দলে ঢুকেছেন আকিল হোসেন। রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।