রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

আপাতত হচ্ছেনা ট্রাম্প-পুতিন বৈঠক


Donald Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা আরও একটি ধাক্কা খেলো। খবর এএফপি’র।

কিয়েভের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে পুতিনের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে ইউক্রেনকে পূর্ব দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার পরামর্শও দেন, যাতে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয়।

তবে হঠাৎ করেই ট্রাম্প সেই পরিকল্পনা থেকে সরে আসেন। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনে আলাপের পরও ক্রেমলিন তাদের অবস্থানে অনড় থাকে। ফলে সম্ভাব্য আলোচনার পরিবেশ আর তৈরি হয়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের পুতিনের সঙ্গে কোনও বৈঠকের পরিকল্পনা নেই।”

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও নিশ্চিত করেছেন যে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকটি আপাতত হচ্ছে না। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার সাম্প্রতিক ফোনালাপ ছিল “ফলপ্রসূ” এবং আপাতত সরাসরি বৈঠকের প্রয়োজন নেই।

ক্রেমলিনের পক্ষ থেকেও মঙ্গলবার জানানো হয়েছে, ট্রাম্প-পুতিনের পরবর্তী বৈঠকের কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। গত আগস্টে আলাস্কায় তাদের মধ্যে আলোচনা হয়েছিল, কিন্তু ইউক্রেন ইস্যুতে কোনও বাস্তব অগ্রগতি অর্জিত হয়নি।