
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় সদ্য নির্মিত হেলিপ্যাডের একটি অংশ ধসে গেছে। যদিও বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তিনি।
দেশটির কেরালা রাজ্যের প্রমাদামে বুধবার এ ঘটনা ঘটেছে। ভারতের রাষ্ট্রপতি সাবরিমালা মন্দিরে প্রার্থনা করতে সেখানে গিয়েছেন।
রাষ্ট্রপতির নিরাপত্তা সূত্রে জানিয়েছে, হেলিপ্যাডের কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় হেলিকপ্টারের ওজন সামলাতে পারেনি। অবতরণের পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হেলিকপ্টারের চাকা উদ্ধার করতে সহায়তা করেন।
মূলত খারাপ আবহাওয়ার কারণে অবতরণের স্থান শেষ মুহূর্তে নিলাক্কাল থেকে প্রমাদামে পরিবর্তন করা হয়।




























