রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ অক্টোবর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
শেয়ার

অল্পের জন্য রক্ষা পেলো ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার


Indian President

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় সদ্য নির্মিত হেলিপ্যাডের একটি অংশ ধসে গেছে। যদিও বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তিনি।

দেশটির কেরালা রাজ্যের প্রমাদামে বুধবার এ ঘটনা ঘটেছে। ভারতের রাষ্ট্রপতি সাবরিমালা মন্দিরে প্রার্থনা করতে সেখানে গিয়েছেন।

রাষ্ট্রপতির নিরাপত্তা সূত্রে জানিয়েছে, হেলিপ্যাডের কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় হেলিকপ্টারের ওজন সামলাতে পারেনি। অবতরণের পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হেলিকপ্টারের চাকা উদ্ধার করতে সহায়তা করেন।

মূলত খারাপ আবহাওয়ার কারণে অবতরণের স্থান শেষ মুহূর্তে নিলাক্কাল থেকে প্রমাদামে পরিবর্তন করা হয়।