
রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে তারা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মুহূর্তেই ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, তারা শুধু দুর্ঘটনায় নিহত বন্ধুর ন্যায়বিচারই চান না, বরং নিরাপদ সড়কের নিশ্চয়তাও দাবি করছেন।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরিচাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী প্রাণ হারান। ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন।
বুধবার দুপুরে এক ঘণ্টার জন্য ওই এলাকার সড়ক অবরোধ করেছিলেন তারা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠায় বৃহস্পতিবারের বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অবরোধে থাকা শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, শুধু ন্যায্য বিচার ও নিরাপদ সড়ক চাই। আমাদের আন্দোলনকে কেউ রাজনৈতিক রঙ দিতে পারবে না।