সুনামগঞ্জের পাগলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গেলে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সেজুতি ট্রাভেলসের একটি এসি বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। ভোরে পাগলাবাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং ১০ জন যাত্রী আহত হন।
জয়কলস হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।