
বলিউড অভিনেতা অর্জুন কাপুর সাবেক প্রেমিকা মালাইকা অরোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মালাইকার ৫২তম জন্মদিনে ইনস্টাগ্রামে একটি সূর্যালোকিত ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, “হ্যাপি বার্থডে @malaikaaroraofficial। সবসময় উড়ো, হাসো, আর খুঁজে চলো।”
ছবিটিতে দেখা যায়, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছেন মালাইকা- উজ্জ্বল, আত্মবিশ্বাসী এক ভঙ্গিতে।
অর্জুন ও মালাইকা প্রায় ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন। তাদের বিচ্ছেদের পরও দুজনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। গত বছর নিজের চলচ্চিত্র ‘সিংঘম এগেইন’-এর প্রচারণায় অর্জুন রসিকতার ছলে নিজের অবস্থা ব্যাখ্যা করেছিলেন- “না না, আমি এখন একদম সিঙ্গেল!”
অর্জুনের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মালাইকা বলেন, “আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কথা বলি না। অর্জুন যা বলেছেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।”
তিনি আরও যোগ করেন, “একসঙ্গে কিছু করাটা ভালো, কিন্তু তার মানে এই নয় যে নিজের পরিচয় হারিয়ে ফেলতে হবে। নামের শেষে অন্যের পদবি নিলেও অন্তত নিজের ব্যাংক অ্যাকাউন্টটা নিজের রাখাই ভালো।”
মালাইকা স্বীকার করেন, সম্পর্ক নিয়ে জনসমালোচনা ও ট্রোলিংয়ের মুখে তাঁকে মানসিকভাবে দৃঢ় থাকতে হয়েছে। তাঁর ভাষায়, “সমালোচনা জীবনের অংশ। তবে নেতিবাচকতা থেকে দূরে থেকে ইতিবাচক দিকেই মনোযোগ দিতে হয়।”
কর্মজীবনে ব্যস্ত মালাইকা সম্প্রতি অভিনয় করেছেন ‘থাম্মা’ ছবির ‘পয়জন বেবি’ গানে। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত এই হরর-কমেডি সিনেমায় গানের নৃত্যপরিচালনা করেছেন শচিন-জিগার।
মালাইকা বলেন, “অনেক দিন পর আমি এমন একটি পূর্ণাঙ্গ ডান্স নাম্বারে কাজ করলাম। ‘পয়জন বেবি’ গানে আমি চেয়েছি নাচটা হোক একসঙ্গে বিপজ্জনক, সুন্দর ও মুক্ত- যেন এক বিদ্যুতায়িত অনুভূতি।”
গানটির সুর করেছেন শচিন-জিগার, গীত রচনা করেছেন অমিতাভ ভট্টাচার্য, আর কণ্ঠ দিয়েছেন জাসমিন স্যান্ডলাস।
অন্যদিকে, অর্জুন কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। ছবিটি এক তালাকপ্রাপ্ত পুরুষের প্রেম ও বিভ্রান্তির গল্প, যখন তাঁর অতীত ও বর্তমান সম্পর্ক মুখোমুখি হয়।
বলিউড মহলে এখনো আলোচনায়- বিচ্ছেদের পরও অর্জুনের এমন উষ্ণ জন্মদিন শুভেচ্ছা যেন প্রমাণ করে, ভালোবাসা ম্লান হলেও শ্রদ্ধা কখনো মরে না।
সূত্র: পিঙ্কভিলা