
বিদেশে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলার আয়োজন করেছে প্রথম আলো।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে বিদেশে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা ও আবেদন–সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল নিবেদিত এই মেলার পাওয়ার্ড বাই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক। সহযোগিতায় রয়েছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড–ক্যাব)।
দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক প্রতিষ্ঠান যেমন মেইসেস এডুকেশন মিট, সেনজেন এডু লিমিটেড, টেন মিনিট স্কুল, এডুভয়, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশসহ ২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
দুই দিনে অনুষ্ঠিত হবে একাধিক প্যানেল আলোচনা ও একাডেমিক সেশন। শুক্রবার বিকেল ৫টায় ‘এডুকেশন কনসালট্যান্সি উইথ গুগল বাই আলেফ’ বিষয়ে বক্তব্য রাখেন আহসানুর রহমান। শনিবার থাকছে ‘স্টাডি ইন ইউকে অ্যান্ড ইউরোপ’, ‘আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড’ (মুনজেরিন শহীদ) ও ‘স্টাডি ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া’ সেশন।
শিক্ষার্থীরা বলছেন, এক জায়গায় এত তথ্য পাওয়া দারুণ সহায়ক। আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সাড়া পেয়ে সন্তুষ্ট।
এ ছাড়া অনলাইনে www.studyabroadfair.pro ওয়েবসাইটে ১০ দিনব্যাপী আয়োজন চলবে, যেখানে থাকবে তথ্য, কুইজ ও পুরস্কার জয়ের সুযোগ।