
রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী এলাকায় ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার আগুন লেগেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তাদের ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর-১২ এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।