রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ অক্টোবর ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
শেয়ার

চীনে পাওয়া গেল ৯১৬ বছর বয়সী জুনিপার গাছ


juniper tree

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে ৯১৬ বছর বয়সী জুনিপেরাস প্রজেওয়ালস্কি বা ছিলিয়ান জুনিপার গাছ পাওয়া গেছে।

ছাইতাম অববাহিকার বাইশুশান এলাকায় থাকা গাছটি এই প্রজাতির সবচেয়ে পুরনো গাছ বলে ধারণা করা হচ্ছে।

তেলিংহা শহরের বন ও চারণভূমি দপ্তর পরিচালিত জরিপে এবং ল্যাবরেটরির নমুনা বিশ্লেষণ করে গাছটির বয়স নির্ধারণ করা হয়েছে। এখানকার ৮৭টি গাছের শিকড় ও ডিস্ক নমুনা বিশ্লেষণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, জরিপকৃত জুনিপারের প্রায় ২.৩ শতাংশের বয়স ৫০০ বছর বা তার বেশি। বাকিগুলোর বয়স ১০০ থেকে ৫০০ বছরের মধ্যে।

এর আগে জরিপকৃত এলাকার সবচেয়ে পুরনো জুনিপারের বয়স ছিল ৭৬৯ বছর।

সূত্র: সিএমজি