
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে প্রায় তিন সপ্তাহ।
শনিবার (২৫ অক্টোবর) বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “১৬ নভেম্বর থেকে আবেদন শুরু হবে। সময়সীমা নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষ করে ১০ জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে।”
এবার কোনো প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। অর্থাৎ এক ধাপেই কেবল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আব্দুল জলিল বলেন, “পূর্বের মতো দুই ধাপ নেই। এবার একটি ধাপেই লিখিত পরীক্ষা সম্পন্ন করা হবে।”
এইচএসসি ফলাফল তুলনামূলক কম হওয়ায় জিপিএ শিথিলের প্রশ্নে তিনি জানান, “ফলাফল খারাপ হয়নি; প্রকৃত মেধাবীরাই জিপিএ ৫ পেয়েছে। তাই আগের যোগ্যতা বহাল থাকবে।”
এইচএসসিতে জিপিএ ৫ পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত- তিন বিষয়ে পৃথকভাবে জিপিএ ৫ থাকতে হবে।
বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও সময়সীমা শিগগিরই সরকারি দৈনিক পত্রিকা এবং বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।