রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় নেমে নাচলেন, নাচালেন ট্রাম্প


Trump dance

শিল্পীদের সঙ্গে নাচছেন ট্রাম্প ।। ছবি: সংগৃহীত

এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম গন্তব্য মালয়েশিয়া। সেখানে পা রেখেই উচ্ছ্বাসে নেচে উঠলেন তিনি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নেমেই তিনি অংশ নেন স্বাগত অনুষ্ঠানে, যেখানে স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য-গীত পরিবেশনায় তাল মিলিয়ে ট্রাম্পও নাচের ছন্দে যোগ দেন।

বিমানবন্দরে ট্রাম্পকে ফুল দিয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সময় দর্শকদের দিকে হাত নাড়িয়ে এবং নিজস্ব ‘ফিস্ট-পাম্পিং’ ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। মুহূর্তের মধ্যেই তার এই নাচের দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশ্বজুড়ে হয় ভাইরাল।

এই সফরের মাধ্যমে শুরু হচ্ছে ট্রাম্পের এবারের এশিয়া মিশন। মালয়েশিয়া সফর শেষে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই ‘গ্রেট পিস ডিল’ জুলাইয়ে দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর শান্তি প্রতিষ্ঠার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‌‌‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি অসাধারণ শান্তিচুক্তি সম্পন্ন করতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মালয়েশিয়ায় এসেছি।’

মালয়েশিয়ায় ট্রাম্পের প্রাণবন্ত সূচনা এবং স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা এশিয়া সফরের শুরুতেই আলোচনায় এনে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে।