
সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি আবাসিক বাসায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামে ওই বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর পর রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ওই বাসায় হামলা চালায়।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হতে চাইলে প্রক্টরিয়াল টিম ও পুলিশ হস্তক্ষেপ করে তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে।
পরে সাভার থানা পুলিশ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ড্যাফোডিল পক্ষ থেকে সিটি ইউনিভার্সিটির প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
রাতে সংঘাত থামলেও ভোরের দিকে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা অব্যাহত থাকে। একই সময়ে সিটি ইউনিভার্সিটির সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। তারা প্রশাসন ও দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-প্রশাসনকে দ্রুত পরিস্থিতি নিরসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।