
বিপক্ষে বৃষ্টির কৃপায় সান্ত্বনার এক পয়েন্ট পেল বাংলাদেশ
মুম্বাইয়ের অকাল বৃষ্টি শেষ পর্যন্ত বাংলাদেশ নারী দলকে বড় হার থেকে রক্ষা করল। নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে স্পিনের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও বৃষ্টির কৃপায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল নিগার সুলতানার দল। যদিও আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই পয়েন্ট কেবল সান্ত্বনাই এনে দিল।
দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচটি প্রথমে ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। কিন্তু বৃষ্টি ফের হানা দিলে খেলা আরও কমে দাঁড়ায় ২৭ ওভারে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেটে তোলে ১১৯ রান।
ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য নির্ধারণ করা হয় ১২৬ রান। জবাবে ভারত ৮.৪ ওভারে ৫৭ রান তুলতেই ফের নামে বৃষ্টি, আর খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই ভাগাভাগি করে নেয় এক পয়েন্ট করে।
ভারতের বাঁহাতি স্পিন আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা রাধা যাদব ৩ উইকেট নেন ৩০ রানে, আর শ্রী চরনি নেন ২ উইকেট ২৩ রানে।
ইনিংসের প্রথম ওভারেই বিপর্যয়—রেনুকা সিংয়ের ইনসুইং ইয়র্কারে সুমাইয়া আক্তার অফ সাইডে বল মারতে গিয়ে শর্ট থার্ডে ধরা পড়েন। এরপর দীপ্তি শর্মার ঘূর্ণিতে ফেরেন রুবাইয়া হায়দার। মাঝখানে বৃষ্টির বিরতির পর মাঠ ভেজা থাকায় ব্যাটারদের নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। চার ওভার পর রান আউট হয়ে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা।
বাংলাদেশের ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন সোবহানা মোস্তারি। ২১ বলে ২৬ রান করে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েন তিনি। আক্রমণাত্মক হতে গিয়ে তিনিও ফেরেন রাধা যাদবের বলে। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি—দল থামে ১১৯ রানে।
ফিল্ডিংয়ের সময় ভারতের ওপেনার প্রাতিকা রাওয়াল হাঁটু ও গোড়ালিতে চোট পেয়ে ব্যাট করতে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে আমানজোত কৌর ইনিংস শুরু করেন স্মৃতি মান্ধানার সঙ্গে। দুজনেই ভালো সূচনা করেন (মান্ধানা ২৩*, কৌর ৭*)। কিন্তু বৃষ্টিই থামিয়ে দেয় তাদের অগ্রযাত্রা।
ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ায় দুই দলই পায় এক পয়েন্ট করে। এই ড্রয়ে বাংলাদেশ নেট রানরেটে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে আসে। দুই দলেরই পয়েন্ট ৩ করে।