
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে জমি দখলের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে নীচ খানপুর চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমান মন্ডল (৩৬) ও নাজমুল মন্ডল (২৬)। আহত মুনতাজ মন্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)কে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল জানান, আহতদের শরীরে অনেকগুলো গুলির চিহ্ন রয়েছে। মুনতাজের শরীরে শতাধিক, রাবিকের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে ৩৫ এবং আমানের মাথাসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুলির আঘাত পাওয়া গেছে। এ গুলির ধরন দেখে ধারণা করা হচ্ছে, পিস্তল ও রাবার বুলেট ব্যবহার করা হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্র জানায়, চরের জমি দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। সোমবার সকালে খড় কাটাকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে এবং এক পর্যায়ে প্রতিপক্ষের ‘কাকন বাহিনী’ নামে পরিচিত দলটির সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী পক্ষের বেলাল হোসেন বলেন, “আমরা খড় কাটছিলাম। হঠাৎ কাকন বাহিনীর লোকজন এসে জমির দখল নিতে গুলি ছুঁড়তে শুরু করে। এতে চারজন গুলিবিদ্ধ হয়, দুজন পরে মারা যায়।”
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।