
উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস তাসকিনের।
মিরপুরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা এবং নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৬ রান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ইনিংসের শুরুটা ছিল নিয়ন্ত্রিত। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন অ্যালিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। রিশাদ হোসেনের বলে আথানাজে আউট হন ২৭ বলে ৩৪ রান করে (৪ চার, ১ ছক্কা)।
এরপর দ্বিতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে আরও ২৩ রান যোগ করেন কিং। তাসকিন আহমেদের এক ওভারে ফেরেন দুই ব্যাটার—কিং (৩৬ বলে ৩৩) ও রাদারফোর্ড (০)।
তবে ইনিংসের শেষ ভাগে হাল ধরেন অধিনায়ক শাই হোপ ও রোভম্যান পাওয়েল। দুজন মিলে মাত্র ৪৬ বলে গড়েন ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি। হোপ করেন ২৮ বলে ৪৬ রান (১ চার, ৪ ছক্কা) আর পাওয়েল খেলেন ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস (১ চার, ৪ ছক্কা)।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট এবং রিশাদ হোসেন নেন ১টি।