
‘লিডার: আমিই বাংলাদেশ’ খ্যাত নির্মাতা তপু খানের ঘরে এসেছে নতুন অতিথি। তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ইজহান ফাহির খান।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় তপু খানের দ্বিতীয় সন্তান। মা রাজিয়া সুলতানা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন তপু খান নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তপু খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহতায়ালা দ্বিতীয়বারের মতো পিতা হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর কৃপায় এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের যত্নে মা ও সন্তান উভয়েই ভালো আছেন।’
এক যুগেরও বেশি সময় ধরে নির্মাণে যুক্ত তপু খান অসংখ্য নাটক পরিচালনা করেছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাণেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার নির্মিত চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’, যেখানে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী।