
এর আগে, ২০২২ সালে এই সংস্থায় বড় ছাঁটাই হয়েছিল। সেসময় প্রায় ২৭০০০ কর্মীর চাকরি যায়
৩০ হাজারের বেশি করপোরেট কর্মী ছাঁটাই করতে চলেছে টেক জায়ান্ট অ্যামাজন। আর এই প্রক্রিয়া শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) থেকেই। কোম্পানির একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনার সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন। ব্যয় কমাতেই এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থাটি।
যে সংখ্যক কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন তা প্রতিষ্ঠানটির প্রায় ৩ লাখ ৫০ হাজার করপোরেট কর্মীর ১০ শতাংশ। তবে জানা গেছে, কোম্পানির ১৫ লক্ষাধিক বিতরণ ও গুদাম কর্মীর ওপর এই কার্যক্রম প্রভাব ফেলবে না।
এর আগে, ২০২২ সালে এই সংস্থায় বড় ছাঁটাই হয়েছিল। সেসময় প্রায় ২৭০০০ কর্মীর চাকরি যায়।
ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, সিয়াটলভিত্তিক অ্যামাজন কর্তৃপক্ষ তাদের এই কাটছাঁট সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
তবে অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি গেলো জুন মাসে বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের কারণে ভবিষ্যতে কর্মী ছাঁটাই করা হতে পারে। বিশেষ করে পুনরাবৃত্তিমূলক ও রুটিন কাজ স্বয়ংক্রিয় করার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে পারে।
ধারণা করা হচ্ছে সর্বশেষ অ্যামাজনের এই ছাঁটাই কার্যক্রম অ্যান্ডি জ্যাসি সেই কথারই ধারাবাহিকতা।