
অভিনেতা হাসান মাসুদ ।। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী জানান, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি তার মৃদু হার্ট অ্যাটাকও হয়েছে। তিনি বর্তমানে নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ডা. আশীষ বলেন, ‘এই ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেই সময়ের পর চিকিৎসক দল পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।’
অভিনয়জগতে আসার আগে হাসান মাসুদ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। পরে মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেন।