
প্রেসিডেন্ট শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প
চীন নিশ্চিত করেছে যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই নেতাদের সাক্ষাৎকে ঘিরে প্রশান্ত মহাসাগর পাড়ের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে— এ বৈঠক বাণিজ্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করছেন।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘দুই রাষ্ট্রনেতা কৌশলগত ও দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আলোচনা করবেন।’
যদিও তিনি প্রত্যাশিত বাণিজ্য চুক্তির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, ধারণা করা হচ্ছে বুসান শহরে বৈঠকের সময় বাণিজ্য চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করতে প্রস্তুত, যাতে এই বৈঠক ইতিবাচক ফল বয়ে আনে এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে নতুন দিকনির্দেশনা ও গতি সঞ্চার হয়।’
এর আগে বুধবার বিমানযাত্রার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি ও প্রেসিডেন্ট শি আমাদের দুই দেশের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি।’
গত এক মাস ধরে শি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা আর্থিক বাজারে স্থিতি এনেছিল। এর আগে নতুন করে বাণিজ্য উত্তেজনা বেড়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল যে, দুই নেতা হয়তো আলোচনা থেকে সরে দাঁড়াতে পারেন—যে আলোচনার উদ্দেশ্য ছিল চলমান শুল্কযুদ্ধের অবসান ঘটানো, যা বৈশ্বিক সরবরাহব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন এবং রাষ্ট্রীয় সফর করবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ওই আঞ্চলিক সম্মেলনে যোগ দিচ্ছেন না।