
দারুণ কামব্যাকে ১৫০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
এক সময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের ইনিংস যাবে দুইশর কাছাকাছি। মাত্র ১১ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলে ফেলেছিল ক্যারিবীয়রা। কিন্তু এরপর দারুণ ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিশাদ হোসেন ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ধসে পড়ে অতিথিদের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশকে করতে হবে ১৫০ রান।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারেই সুযোগ তৈরি করেছিলেন তানজিম হাসান সাকিব। তবে উইকেটরক্ষক লিটন দাস ব্রেন্ডন কিংয়ের ক্যাচটি হাতছাড়া করেন। যদিও বেশি সময় টিকতে পারেননি কিং—দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে ক্যাচ দেন তাওহিদ হৃদয়ের হাতে।
এরপর ইনিংসের হাল ধরেন অলিক আথানাজে ও শাই হোপ। দুজনই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাঠ মাতিয়ে তোলেন এবং গড়েন ৫৯ বলে ১০৫ রানের জুটি। নাসুম আহমেদের ঘূর্ণিতে ভাঙে সেই জুটি। ইনিংসের ১২তম ওভারে পরপর দুই বলে আথানাজে (৩৩ বলে ৫২) ও রাদারফোর্ডকে (০) ফিরিয়ে দেন তিনি।
এরপর দ্রুত আঘাত হানেন মোস্তাফিজুর রহমান—তার অফকাটারে বিভ্রান্ত হয়ে শাই হোপ (৩৬ বলে ৫৫) ক্যাচ দেন পয়েন্টে। ভয়ংকর রভম্যান পাওয়েলকে মাত্র ৩ রানে ফিরিয়ে দেন রিশাদ হোসেন, এরপর ৪ রানে থামান জেসন হোল্ডারকেও।
এক পর্যায়ে ১ উইকেটে ১০৬ রান থেকে মাত্র ১২ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে রোমারিও শেফার্ড (১৬ বলে ১৩) ও রস্টন চেজের (১৫ বলে অপরাজিত ১৭) ব্যাটে কিছুটা প্রতিরোধ আসে।
মোস্তাফিজ শেষ ওভারে দুইটিসহ ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান রিশাদ হোসেন আর নাসুম আহমেদ।
অসাধারণ এই কামব্যাকে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে থামিয়ে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে এখন ১৫০ রানের টার্গেট তাড়া করবে বাংলাদেশ।