গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ইসরায়েলের নেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৮ মাসে অন্তত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করে।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৩৬ জন সেনা আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মোট ১২৪ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৬৮ শতাংশ ছিলেন বাধ্যতামূলক সামরিক বাহিনীর সদস্য, ২১ শতাংশ রিজার্ভ বাহিনীতে এবং ১১ শতাংশ স্থায়ী বাহিনীতে কর্মরত ছিলেন।
নেসেটের বামপন্থী সদস্য ওফের কাসিফ সতর্ক করে বলেছেন, “যুদ্ধ শেষ হলে আত্মহত্যার হার আরও বেড়ে যেতে পারে। তাই এখনই সেনাদের মানসিক স্বাস্থ্যের সহায়তায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”