
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ওপর সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আগামীকাল ১ নভেম্বর থেকে। এ-সংক্রান্ত নির্দেশনা চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৮ অক্টোবর জারি করা চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে বাড়িভাড়া ভাতা আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানো হবে। অর্থাৎ তখন মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা মিলবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।
ভাতা প্রদানে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে- পরবর্তী বেতন কাঠামোতে অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে, সরকারি প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত বজায় রাখতে হবে, বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে কোনো বকেয়া দাবি করা যাবে না, ভাতা প্রদানে সব আর্থিক বিধিবিধান মানতে হবে এবং ভবিষ্যতে ভাতা ব্যয়ে অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
রাজধানীতে চলমান আন্দোলনের মুখে মূল বেতনের ওপর ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার বিষয়ে আগেই সম্মত হয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠির পর ভাতা বৃদ্ধি নিয়ে আর কোনো সংশয় থাকল না।