
তারকা-সন্তান হওয়ায় নিয়মিত সমালোচনার মুখোমুখি হন সারা আলি খান। তবে স্বজনপোষণের অভিযোগ সরিয়ে নিজের যোগ্যতায় সফলতা প্রমাণ করাই তাঁর লক্ষ্য- বলেছেন এই বলিউড অভিনেত্রী।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেন, “সমালোচনা আমাকে শিখতে, বড় হতে ও উন্নতি করতে সাহায্য করে। আমি সেটার সম্মান করি।” তবে কটাক্ষ যদি ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়, তা কখনোই মনকে প্রভাবিত করতে দেন না বলেও জানান তিনি।
সারার ভাষায়, সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের মূল্যবোধ ও উদ্দেশ্যের প্রতি অটল থাকা এবং পর্দার বাইরের মানুষের সঙ্গে সত্যিকারের সংযোগ বজায় রাখা।
খ্যাতির সঙ্গে সবসময় ট্রোলিং থাকে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজের মনে সেই মতামত ছাঁকতে শিখেছেন।
সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা ২০১৮ সালে কেদারনাথ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর সিম্বা, অতরঙ্গী রে, জরা হটকে জরা বাঁচকেসহ বিভিন্ন ছবিতে কাজ করে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।