রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

শ্রম চুক্তি অনুমোদন: আইনি সুরক্ষা পাবেন সৌদি প্রবাসীরা


asif-nazrul

ফাইল ছবি

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো হওয়া দ্বিপক্ষীয় চুক্তি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চুক্তিটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ফরেন একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কাজ করেন। আইনি সুরক্ষার অভাবে তারা নানা দুরবস্থায় ভুগছেন। প্রবাসীদের এই সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে আমরা একটি ঐতিহাসিক চুক্তি করেছি।”

তিনি আরও বলেন, “এখন থেকে সৌদি আরবে কর্মরত শ্রমিকরা চাকরি পরিবর্তনের সুযোগ, বেতন সংক্রান্ত ন্যায্যতা এবং আইনি প্রতিকার পাবেন। এমনকি নিয়োগকর্তার ত্রুটি থাকলে দায় নির্ধারণের ব্যবস্থাও করা হয়েছে।”

আইন উপদেষ্টা জানান, ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো বাংলাদেশই সৌদি আরবের সঙ্গে এই ধরনের শ্রম চুক্তি করতে পেরেছে।

বাংলাদেশ থেকে কর্মী নিতে সৌদি আরবের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি গত ৬ অক্টোবর জানিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের আশা, মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশের সঙ্গে চুক্তিটি বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে।

১৯৭৬ সালে অনানুষ্ঠানিকভাবে সৌদি আরবে কর্মী প্রেরণ শুরু হলেও সাধারণ কর্মী নিয়োগের ক্ষেত্রে এতদিন কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। কেবল ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি হয়েছিল।