
সাদা বলের ক্রিকেটে জয়-পরাজয়ের দোলাচলে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে হেরে জিতেছিল টি-২০ সিরিজ; শ্রীলঙ্কায়ও একই গল্প- ওয়ানডেতে হার, টি-২০তে জয়। আফগানিস্তানের বিপক্ষেও ছিল ঠিক সেই ধারাবাহিকতা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছবিটা উল্টো- ওয়ানডে সিরিজে জয়, কিন্তু টি-২০তে টানা হার।
সিরিজের শেষ টি-২০ ম্যাচে আজ শুক্রবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় বিশেষ করে মিডল অর্ডারে পরিবর্তন আসতে পারে একাদশে।
টপ অর্ডারে তানজিদ তামিম কিছুটা রান পেলেও সাইফ হাসান এখনও আলো ছড়াতে পারেননি। তবুও শেষ ম্যাচে তাঁকে রাখার পক্ষে ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটন দাসের জায়গা নিশ্চিত হলেও পারভেজ ইমনকে সুযোগ দিতে সাইফকে নামানো হতে পারে চারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তাওহীদ হৃদয়।
মিডল অর্ডারে ফর্মহীন জাকের আলী ও শামীম হোসেনের মধ্যে একজনকে জায়গা ছাড়তে হতে পারে নুরুল হাসান সোহানের জন্য। আগের ম্যাচে জাকেরের ধীর ইনিংসই দলের পরাজয়ে ভূমিকা রেখেছিল।
বোলিং আক্রমণে স্থিতিশীলতা বজায় আছে। মুস্তাফিজুর রহমান ধারাবাহিকভাবে ভালো করছেন, তানজিম সাকিবের বোলিংও ছিল চোখে পড়ার মতো। তবে শেষ ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলামকে একাদশে আনার সম্ভাবনা আছে। স্পিন বিভাগে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন অপরিবর্তিত থাকছেন।
ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় রাত ৮টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়/পারভেজ ইমন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।