
ফাইল ছবি
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে ‘পলাতক’ দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) দুটি জাতীয় দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামলাটির অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেন আসামিরা।
সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বাদী হয়ে চলতি বছরের ২৭ মার্চ মামলা করেন। এরপর ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
গত ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
সিআইডি জানায়, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম ২৬১ জনকে ‘পলাতক’ দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এ মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের খুঁজে পেতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।