
ফাইল ছবি
সদ্য বিদায়ী অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১ হাজার ২৭৩ কোটি টাকা।
রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ১৬ কোটি ৮৫ লাখ ডলার। ২০২৪ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবর মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ২৬ লাখ ডলার, যা টাকায় প্রায় ১ হাজার কোটি টাকা সমান।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ এবং হুন্ডি রোধে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ এ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।