
তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামি নিজের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি করতে তাকে সহযোগিতা করেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া।
মামলার এজাহারে মোনামি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি বিকৃত করে একাধিক আইডি থেকে প্রচার করা হচ্ছে। এসব পোস্টে তাকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে, যা তার ব্যক্তিগত সম্মানহানি ও মানসিক যন্ত্রণার কারণ হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত ২ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে অবস্থানকালে তিনি বিষয়টি প্রথম লক্ষ্য করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এরা হলেন—সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান।
ওসি আরও জানান, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষিকা মোনামির ছবি বিকৃত করে অশালীন মন্তব্য ও অপপ্রচার চালিয়েছেন—এ কারণেই মামলাটি দায়ের করা হয়েছে।