রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ নভেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল


Mirza Fakhrul Islam Alamgir

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এ তালিকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম রয়েছে তিনটি আসনে- দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী চূড়ান্তকরণ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপসিল ঘোষণা করবে নির্বাচণ কমিশন- এমনটাই জানা গেছে।