রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

ঘোষিত প্রার্থীরা চূড়ান্ত নন, প্রয়োজনে পরিবর্তন হতে পারে: মির্জা ফখরুল


BNP

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখনও ৬৩টি আসনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঘোষিত প্রার্থীরা চূড়ান্ত নন, প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, “২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। চলমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী ও সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যেকোনো সময়ে এই তালিকায় পরিবর্তন আসতে পারে।”

তিনি আরও জানান, বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর স্বার্থ বিবেচনা করে কিছু আসন খালি রাখা হয়েছে। প্রয়োজনে খালি আসনে শরিক দলগুলোকে সমর্থন দেওয়া কিংবা বিদ্যমান তালিকায় রদবদল করা হতে পারে।

এবারের নির্বাচনে তিনটি আসন- দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে দিনভর স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তালিকা অনুমোদন দেন তারেক রহমান। বৈঠকে নির্বাচন কেন্দ্রিক কৌশল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।