
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ইতালি
বসবাসের বৈধ অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনের বেশি বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় ইতালির দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ৩১ অক্টোবর আরও ৪ জন বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজন মাত্র এক মাস আগে লিবিয়া হয়ে ভিসা ছাড়া দেশটিতে প্রবেশ করেছিলেন।
ইতালির দূতাবাস জানায়, অবৈধ অভিবাসন রোধে প্রতিশ্রুত কাঠামোর আওতায় ২০২৫ সালে ইতোমধ্যে ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। ভিসা ছাড়া বা জাল কাগজপত্রে ইতালিতে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ এবং এতে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়।
এর আগে গত সেপ্টেম্বরে ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানিয়েছিল ইতালির দূতাবাস। ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সহায়তায় মানবাধিকারের প্রতি সম্মান রেখে তাদের প্রত্যাবাসন করা হয়।
দূতাবাসের ফেসবুক পোস্টে সতর্ক করা হয়— “যদি কেউ লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে তাকে অবিলম্বে ফেরত পাঠানো হবে।”
এছাড়া, যাদের ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে, তারা অন্তত তিন বছরের জন্য ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশে নিষিদ্ধ থাকবেন, বলে সতর্ক করেছে দূতাবাস।




























