
তবে ১০ শতাংশ শুল্ক হার কার্যকর থাকবে
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্টেট কাউন্সিলের শুল্ক কমিশন।
বিবৃতিতে বলা হয়, চীন ২৪ শতাংশ অতিরিক্ত শুল্ক স্থগিত রাখবে, তবে ১০ শতাংশ শুল্ক হার কার্যকর থাকবে। নতুন এই সমন্বয় ২০২৫ সালের ১০ নভেম্বর দুপুর ১টা ১ মিনিট থেকে কার্যকর হবে।
চীনের শুল্ক কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত চীন–মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় অর্জিত সমঝোতা ও ফলাফল বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।