
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। দলটি দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছি। ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছি।’
তবে কিছু আসনে তারা প্রার্থী না-ও দিতে পারে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যেসব নেতা গণতন্ত্রের পক্ষে লড়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে হয়তো কিছু আসন আমরা খালি রাখব। কিন্তু বাকি সব জায়গায় শাপলা-কলি প্রতীকেই প্রার্থী থাকবে’।
এনসিপি এই নির্বাচনে দেশের প্রচলিত নির্বাচনী সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চায় উল্লেখ করে এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘বাংলাদেশে নির্বাচন মানেই পয়সার খেলা বা প্রভাবশালীদের দৌরাত্ম্য। আমরা সেই সংস্কৃতি বদলাতে চাই। যারা সত্যিকার অর্থে মানুষের পাশে থাকেন, সমাজে গ্রহণযোগ্য—আমরা তাঁদেরই প্রার্থী হিসেবে দেখতে চাই।’
জোট বা ঐক্যের বিষয়ে প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, রাজনৈতিক বা আদর্শিক সমঝোতার ভিত্তিতেই কোনো জোট হতে পারে। জুলাই সনদে যেসব সংস্কারের দাবি আছে, সেগুলোর সঙ্গে যদি কোনো দল একাত্মতা প্রকাশ করে, তাহলে এনসিপি যৌথভাবে কাজ করার বিষয়টি বিবেচনা করবে।
নাহিদ ইসলাম আরও জানান, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেইেএনসিপি প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।