
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজার বাগ এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। চট্টগ্রাম–৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান এরশাদ উল্লাহ।