
ছবি: সংগৃহীত
পিরোজপুরে বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
অভিযোগ অনুযায়ী, স্কটল্যান্ড প্রবাসী কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান এক মাস আগে ওই এলাকায় ৪৩ শতক জমি কেনেন। সম্প্রতি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদার ওই জমি নিজের দাবি করে সেখানে ‘১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙান। এতে বাধা দিলে তিনি প্রবাসীর পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী কাজী বাহাদুর বলেন, ‘আমরা বৈধভাবে জমিটি কিনেছি। বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সদর থানায়ও অভিযোগ করেছি, কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি।’
অভিযুক্ত সিদ্দিকুর রহমান দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তিনি বিএনপির অনুমতি ছাড়াই সেখানে সাইনবোর্ড টাঙিয়েছেন। তবে কলাখালী ইউনিয়ন বিএনপির নেতারা সিদ্দিকুরকে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে বলেন, তিনি অনুমতি ছাড়া সাইনবোর্ড লাগিয়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সাইনবোর্ড টাঙানো অগ্রহণযোগ্য। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযুক্তকে জমির কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। জমি দখলের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।