
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর বহিষ্কার সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সতর্ক করার পরও বারবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে তাঁকে এ সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে এ বহিষ্কার কার্যকর করা হয়।
এর আগে ১২ অক্টোবর সাময়িক অব্যাহতি দিয়ে মুনতাসিরের কাছ থেকে কারণ দর্শানোর ব্যাখ্যা চাওয়া হয়। তিনি ১৪ অক্টোবর লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক নয় বলে উল্লেখ করে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের পর রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে যোগ দেন মুনতাসির মাহমুদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেন মুনতাসির। দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি লোকজন নিয়ে বিক্ষোভ চালিয়ে গেলে বোর্ড সভায় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই সভায় মাহবুব আলমও উপস্থিত ছিলেন।
সভা শেষে মুনতাসিরের অনুসারীরা মাহবুব আলমকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার পরপরই এনসিপি তাঁকে সাময়িক অব্যাহতি দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহবুব আলমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তিনি।
চাকরি ও দলীয় পদ হারানোর পর থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমকে দোষারোপ করে আসছিলেন মুনতাসির মাহমুদ। এনসিপির মতে, এ ধরনের আচরণ দলের শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক।