
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব
সৌদি আরবে অনুমোদনবিহীন কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশগ্রহণ না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। বুধবার (৫ নভেম্বর) দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা, হলরুম, হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অননুমোদিত সভা-সমাবেশ আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে বলেও জানানো হয়।
এই পরিস্থিতিতে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে জানায়, “যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা এতে অংশগ্রহণ থেকে বিরত থাকুন। সৌদি আরবের আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলুন।”
দূতাবাস আরও জানিয়েছে, দেশটির কঠোর আইন অনুযায়ী অনুমোদনবিহীন সমাবেশ আয়োজন বা তাতে অংশ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, যা গ্রেপ্তার ও বহিষ্কারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ বিষয়ে প্রবাসীদের সতর্কতা ও সহযোগিতা কামনা করেছে দূতাবাস।