
বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। খবর অনুযায়ী, গোরেগাঁও এলাকায় অবস্থিত এই দুটি ফ্ল্যাটের মোট লেনদেনের দাম প্রায় ১২ কোটি রুপি।
সূত্রের খবর, অমিতাভ ২০১২ সালে এই ফ্ল্যাটগুলো ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। লেনদেনের ফলে ১৩ বছরের বিনিয়োগে তিনি আনুমানিক ৪৭ শতাংশ লাভ অর্জন করেছেন।
দুই ফ্ল্যাটই গোরেগাঁও ইস্টের ‘ওবেরয় এক্সকুইজিট’ ভবনের ৪৭ তলায় অবস্থিত। প্রথম ফ্ল্যাটের আয়তন ১,৮২০ বর্গফুট এবং এটি ৬ কোটি রুপিতে বিক্রি হয়েছে আশা ঈশ্বর শুক্লার কাছে। লেনদেনে ৩০ লক্ষ রুপির স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপির রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত ছিল। ফ্ল্যাটটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে।
উল্লেখ্য, অমিতাভ বচ্চন ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিয়েছেন। এবারের জন্মদিনে তিনি নিজের জন্য একটি বড় জমি কিনেছেন, যার আনুমানিক মূল্য ৬ কোটি ৫৯ লাখ রুপি।
এবারের লেনদেনে অমিতাভের প্রবাসী ও ব্যবসায়িক দিকেও নজর কাড়া হয়েছে, যেখানে দীর্ঘদিনের বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য লাভ দেখানো হয়েছে।