
নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কার্যক্রম উদ্বোধন করা হয়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা, যাতে সবাই সমানভাবে অংশ নেওয়ার সুযোগ পান।
তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা ইতোমধ্যে বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় আছি। এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রক্রিয়া।”
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সচিব ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি উপায়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন—দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে, অথবা দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়।
তিনি বলেন, “আমরা চাই যোগ্য ও সৎ প্রার্থীরা সহজভাবে আবেদন করতে পারেন। এজন্যই অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে।”