
আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে- এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, “সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।”
বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে। তিনি বলেন, “এটা জনগণ মেনে নেবে না। অনেক ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র ফেরত আনার সুযোগ পেয়েছি। কোনো মহলের চক্রান্তে এই সুযোগ নষ্ট হতে দেব না।”
রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। এখনো রাস্তায় নামিনি। বিএনপি জনগণের গড়া দল- কোনো ভেসে আসা দল নয়।”
তিনি আরও দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা এবং ২০ হাজার মৃত্যু ঘটেছে, অথচ এখনও দলটি গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছে।
মির্জা ফখরুল অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার আহ্বান জানিয়ে বলেন, “আর টালবাহানা নয়। অক্টোবরে সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে, তার বাস্তবায়নে এগিয়ে যান। ব্যর্থ সরকার হলে দায়ভার আপনাদেরই বহন করতে হবে।”
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, “এত দিন কী করলেন আপনারা? আমরা সব সময় কমিশনে গিয়ে মতামত দিয়েছি।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক। যশোরের পাঁচটি আসনের বিএনপি প্রার্থী- মফিকুল হাসান, সাবিরা সুলতানা, অনিন্দ্য ইসলাম, টি এস আইয়ুব ও কাজী রওনকুল ইসলামের বক্তব্যও তুলে ধরা হয়।
মির্জা ফখরুল এসব প্রার্থীর পরিচয় করিয়ে দিয়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।