
নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির আগে চর্চার কেন্দ্রে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর মুক্তি পেতে চলা এই ছবির প্রচারে এসে তিনি জানালেন, “আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক- তখনই তারা বুঝবে নারীরা কত যন্ত্রণা সহ্য করেন।”
সম্প্রতি রাশমিকা অংশ নেন জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে। সঞ্চালক যখন স্কুল জীবনের এক পুরোনো ঘটনার প্রসঙ্গ তোলেন, তখনই অভিনেত্রী প্রকাশ করেন তাঁর এই ইচ্ছা। বলেন, “প্রতি মাসে নারীরা যে কষ্ট, অস্বস্তি আর মানসিক চাপের ভেতর দিয়ে যান, পুরুষদেরও একবার তা অনুভব করা উচিত।”
এই মন্তব্যে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি নারীদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন অভিনেত্রী।
শো চলাকালেই নজর কাড়ে রাশমিকার হাতে থাকা আংটি। দর্শকদের উদ্দেশে হাত নাড়তেই জগপতি বাবু ঠাট্টা করে বলেন, “তোমার জীবনে এত বিজয়! দেবেরাকোন্ডা বন্ধু, সেতুপতি ভক্ত, থালাপতি অনুরাগী! মনে হচ্ছে বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই পেয়ে গেছ।” এই মন্তব্যে লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।
গুঞ্জন রয়েছে, ২০১৮ সাল থেকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন রাশমিকা। সম্প্রতি রটে, গত ৩ অক্টোবর নাকি ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদলও সেরেছেন তারা। যদিও দু’জনেই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি- তবে টক শোতে প্রসঙ্গ উঠলে নায়িকা কৌশলে এড়িয়ে যান।
‘দ্য গার্লফ্রেন্ড’-এ রাশমিকার বিপরীতে আছেন দীক্ষিত শেট্টি। পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। নির্মাতার মতে, “এই ছবির পর মেয়েরা নতুন করে বুঝবেন তাঁদের প্রেমিকদের।”
বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘মাইসা’ নামের নারীকেন্দ্রিক একটি বলিউড প্রজেক্ট এবং শিগগিরই তিনি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি অ্যাকশন ছবিতেও কাজ শুরু করবেন।