
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগ এনেছেন তিনি।
জাহানারা জানান, অসংখ্যবার বিসিবি’কে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অস্ট্রেলিয়া থেকে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগগুলো তুলে ধরেন।
জাহানারা বলেন, “উনি একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন— ‘তোর পিরিয়ডের কতদিন চলতেছে? শেষ হলে জানাস, আমার দিকটাও দেখতে হবে।’ পিরিয়ড শেষ হলে যখন ডাকবো, চলে আসিস।”
তিনি আরও জানান, “বিশ্বকাপের সময় কয়েকটি ম্যাচে, যখন আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন উনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে আমাকে জড়িয়ে ধরতেন।”
জাহানারা বলেন, বিসিবিকে বহুবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
“দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। কিছুদিন ঠিক থাকতেন, পরে আবার আগের মতো আচরণ করতেন।”
তিনি এখন আর বোর্ডের কাছে বিচার চান না, বরং আল্লাহর কাছে বিচার দিয়েছেন বলেও জানান এই নারী ক্রিকেটার।
বিষয়টি নিয়ে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তা দেখলেও কোনো উত্তর দেননি।
মঞ্জুরুল ইসলামকে ২০২০ সালের অক্টোবরে নারী দলের প্রধান নির্বাচক করা হয়। পরবর্তীতে তিনি টিম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও যুক্ত ছিলেন।