
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণঅভ্যুত্থানের পর আবারও বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) শেরে বাংলা নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের তিনি বলেন, “আজকে বিভিন্ন রকমভাবে চেষ্টা চলছে গণতন্ত্রকে পুনরায় ধ্বংস করার। আমরা সেই চক্রান্ত রুখতে এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি।”
এসময় তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার ও বিচারের অধিকার নিশ্চিত করা বিএনপির মূল লক্ষ্য। ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে উদ্ধার করেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়।
ফখরুল উল্লেখ করেন, জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং চার বছরের মধ্যে রাষ্ট্র ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার করেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা পায় এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি তৈরি হয়।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়কসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণের পরে মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতী দল ও মৎস্যজীবী দলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।